Saturday, 12 October 2013

রাজনীতি শুধু রাজনীতিকদেরই ভাগ্যোন্নয়ন করেছে: এরশাদ

রাজনীতি শুধু রাজনীতিবিদদেরই ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, “দেশের তরুণ সমাজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই রাজনীতি কিছুই দিতে পারেনি। জনগণের ভাগ্যের উন্নয়ন করতে পারেননি। রাজনীতিকরা  তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করেছেন।”

শনিবার বিকেলে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে সার্ক কালচারাল সোসাইটির আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আরো বলেন, “আমার ভাবতে অবাক লাগে, ভারত ও পাকিস্তানের বৈরী সম্পর্কের ভেতরেও তারা এক টেবিলে বসতে পারলেও আমাদের দেশের দুই নেত্রীকে এক টেবিলে বসানো যায় না।”

দেশের সামাজিক অবক্ষয়ের কথা তুলে ধরে এরশাদ বলেন, দেশ আজকে কেথায় যাচ্ছে। রাজনীতি ব্যর্থ হয়েছে বলে সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সিসা, ইয়াবা ও  ফেন্সিডিল  কোথা থেকে এলো।

তিনি বলেন, আমরা দিক হারিয়ে ফেলেছি। ছেলে মেয়ের এক সঙ্গে সিসা খাওয়া দেখে গা শিউরে ওঠে। সিসা খাওয়া আমাদের কালচার নয়। সিসা খাওয়া আধুনিকতা নয়। আমাদের সন্তানরা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। এখান থেকে রক্ষা করতে হবে।


জাপার চেয়ারম্যান বলেন, আমাদের সন্তানরা অপসংস্কৃতিতে জড়িয়ে পড়ছে। সেখান থেকে তাদের রক্ষা করতে হবে। অপসংস্কৃতির কারণে ‘মুন্নি বদনাম হুয়ি ডালিং/তেরে লিয়ে, গান সমাজে ছড়িয়ে পড়ছে। অথচ আমাদের সংস্কৃতির চেয়ে বড় সংস্কৃতি নেই পৃথিবীতে।

এরশাদ বলেন, আমরা নজরুলের গান শুনি না। নজরুল, রবীন্দ্রনাথ, শামসুর রাহমানকে বাঁচিয়ে রাখুন। না হলে নিজেকে হারিয়ে ফেলবেন।

আয়োজক সংগঠনের সভাপতি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সোনারগাঁ পৌরসভার প্যানেল মেয়র আলী আকবর প্রমুখ।

No comments:

Post a Comment